kalerkantho


বিরামপুর সীমান্ত

নারী-শিশুসহ পাঁচ রোহিঙ্গা আটক

দিনাজপুর প্রতিনিধি   

২৩ মার্চ, ২০১৮ ০০:০০দিনাজপুরের বিরামপুর উপজেলায় ঘাসুড়িয়া সীমান্তে ভারত থেকে বাংলাদেশে আসার সময় নারী-শিশুসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল সকালে সীমান্তের মেইন পিলার ২৮৮/৫১ সাব পিলারের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো মিয়ানমারের আইকাফ জেলার মণ্ডু উপজেলার খানজিয়াপাড়ার আব্দুল হক (৩৫) শিরদারপাড়া গ্রামের মোছা. নুর ফাতেমা (২৫) তাঁর ছেলে ফাহাত হোসেন (৫), কাবারিপাড়া গ্রামের নুর ফাতেমা (২৬) ও তাঁর এক বছরের শিশুকন্যা মাইমুনা বেগম।

বিজিবি ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার রজনীকান্ত সরকার জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছে। তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে। ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ অনিছুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।মন্তব্য