kalerkantho


অরফানেজ ট্রাস্ট মামলা

দুদক খালেদার সাজা বাড়ানোর আপিল করবে রবিবার

নিজস্ব প্রতিবেদক   

২২ মার্চ, ২০১৮ ০০:০০জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়াতে আগামী রবিবার হাইকোর্টে আপিল আবেদন দাখিল করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান গতকাল বুধবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের সব কিছু ঠিক থাকলে আগামী রবিবার আপিল দাখিল করতে পারব বলে আশা করছি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ বিচার শেষে গত ৮ ফেব্রুয়ারি রায় দেন। রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড এবং অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সব আসামিকে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

নিম্ন আদালতের রায়ে বলা হয়, সব আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তবে খালেদা জিয়া ছাড়া অপর পাঁচ আসামির সবাইকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। আর খালেদা জিয়ার বয়স, শারীরিক অবস্থা, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিরোধীদলীয় নেতা ও একটি বড় রাজনৈতিক দলের প্রধান হওয়ার বিষয়টি উল্লেখ করে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।মন্তব্য