kalerkantho


রাজধানীতে ব্যবসাপ্রতিষ্ঠানের ভল্ট ভেঙে ৭২ লাখ টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক   

১৯ মার্চ, ২০১৮ ০০:০০রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার এসমা লিমিটেড নামে এক প্রতিষ্ঠানের ভল্ট ভেঙে ৭২ লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। চৌধুরীপাড়ার ৪২৫/বি নম্বর ভবনের চতুর্থ তলায় থাকা এসমা নামের এ প্রতিষ্ঠান বহুজাতিক কম্পানি ইউনিলিভারের পরিবেশক।

এসমা লিমিটেডের ব্যবস্থাপক শেখ ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে অফিসের স্টাফরা এসে দরজার তালা খুলতে গেলে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। এরপর তাঁরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ভল্ট এবং এর সামনের দরজা ভাঙা দেখেন। এ ছাড়া ওই ফ্লোরের জানালার গ্রিলও ভাঙা।

 

 মন্তব্য