kalerkantho


মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   

১৩ মার্চ, ২০১৮ ০০:০০ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিকেল পৌনে ৩টার দিকে তিনি হাইকোর্ট থেকে ফিরছিলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় সাদা পোশাকে থাকা গোয়েন্দা পুলিশ তাঁকে একটি গাড়িতে তুলে নিয়ে যায় বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

বাশার একটি মোটরবাইকের পেছনে করে নিজের বাসার দিকে যাচ্ছিলেন। দুপুরের দিকে খালেদা জিয়ার জামিনের খবর জানতে হাইকোর্টে যান বিএনপির এই নেতা। রিজভী এ গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছেন।

 মন্তব্য