kalerkantho


চলে গেলেন ভাষাসৈনিক শাহ আব্দুর রাজ্জাক

রংপুর অফিস   

১৩ মার্চ, ২০১৮ ০০:০০চলে গেলেন ভাষাসৈনিক শাহ আব্দুর রাজ্জাক

চলে গেলেন ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য শাহ মো. আব্দুর রাজ্জাক। গত রবিবার রাত সোয়া ২টায় রংপুর নগরের মাহিগঞ্জ সাতমাথাস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ভাষা আন্দোলনে রংপুরে যাঁরা সক্রিয় ভূমিকা রেখেছিলেন তাঁদের অন্যতম ছিলেন শাহ আব্দুর রাজ্জাক। তিনি রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও মাহিগঞ্জ আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন।

গতকাল সোমবার আব্দুর রাজ্জাকের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মাহিগঞ্জ গ্লাস ফ্যাক্টরি মাঠে রাখা হয়। সেখানেই প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নগরের সাতমাথা জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা অুনষ্ঠিত হয়। এরপর রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে তৃতীয় জানাজা হয়।মন্তব্য