kalerkantho


জাফর ইকবাল আক্রান্ত

২০ মার্চ শহীদ মিনারে ১৪ দলের গণজমায়েত

নিজস্ব প্রতিবেদক   

৯ মার্চ, ২০১৮ ০০:০০বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ২০ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে একটি গণজমায়েতের সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল। গতকাল বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানান।

জাফর ইকবালের ওপর হামলার প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, ‘১৪ দল মনে করে কোনো অশুভ শক্তির ইঙ্গিতে তারা মাথাচাড়া দিয়ে উঠছে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এই অশুভ শক্তি তৎপর। বিএনপি-জামায়াত পরিবেশকে উত্তপ্ত করার অশুভ ইঙ্গিত দিচ্ছে এই ঘটনার মাধ্যমে।’

 মন্তব্য