kalerkantho


ক্লিয়ার ম্যান ফুটবল শুরু ২৫ মার্চ

৯ মার্চ, ২০১৮ ০০:০০ক্লিয়ার ম্যান ফুটবল শুরু ২৫ মার্চ

‘ক্লিয়ার ম্যান বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ’ উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করা হয়

আগামী ২৫ মার্চ থেকে শুরু হচ্ছে ‘ক্লিয়ার ম্যান বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ’। সারা দেশের স্কুল ফুটবল দলগুলোকে নিয়ে এ আয়োজন করতে যাচ্ছে বিশ্বের এক নম্বর মেনস শ্যাম্পু ব্র্যান্ড ‘ক্লিয়ার ম্যান’। টুর্নামেন্টে সহযোগী হিসেবে থাকছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

প্রাথমিক রাউন্ড শেষে ১৬টি স্কুল খেলবে ঢাকার ফাইনাল রাউন্ডে। টুর্নামেন্টের সেরা ২৬ ফুটবলার পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত বুট ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ। অনূর্ধ্ব-১৭ বছর বয়সী ছেলেরা তাদের স্কুল টিমের সঙ্গে নিবন্ধন করতে পারবে। নিবন্ধনের জন্য যোগাযোগ করতে হবে ০৯৬৬৬৯৯৯৬৬৬ নম্বরে।

‘ক্লিয়ার ম্যান বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ’ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করা হয়। তাতে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পারসোনাল কেয়ারডিরেক্টর নাফিস আনোয়ার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

 মন্তব্য