kalerkantho


ফুল ও মিষ্টি নিয়ে ভেরিফিকেশনে গেল পুলিশ

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

৯ মার্চ, ২০১৮ ০০:০০৩৬তম বিসিএসে সহকারী কমিশনার হিসেবে নির্বাচিত দীপা রানী সরকারের বাড়িতে ফুল ও মিষ্টি নিয়ে গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামের নেতৃত্বে ভেরিফিকেশনে যায় পুলিশ। পুলিশের এ উদ্যোগে যারপরনাই খুশি দীপার পরিবার।

অমল চন্দ্র সরকার বলেন, ‘শোনা যায়, বিসিএসে উত্তীর্ণ হয়েও পুলিশ ভেরিভিকেশনে বিরূপ প্রতিবেদনের কারণে চাকরিতে যোগদান করা সম্ভব হয় না। আবার অনেককে ভেরিফিকেশন নিতে হয় পুলিশকে খুশি করে। এসব নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু আজ (গতকাল) দুপুরে পুলিশ ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে বাসায় এসে আমাদের শুভেচ্ছা জানায়। নিজ হাতে তারা আমাদের মিষ্টি খাইয়ে দেয়। এ ঘটনায় পুলিশের প্রতি আমাদের ধারণা পাল্টে গেছে।’

দীপার বড় বোন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাখী রানী সরকার বলেন, ‘আমরা বুঝতে পারিনি পুলিশ বাসায় এসে শুভেচ্ছা জানাবে। পুলিশ কর্মকর্তা আমাকে বলেন, কোনো হয়রানি ও টাকা ছাড়াই আমার বোনের ভেরিফিকেশন হয়েছে।’মন্তব্য