kalerkantho


বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

ডা. সাহানা আখতার হলেন প্রথম নারী উপ-উপাচার্য

নিজস্ব প্রতিবেদক   

৮ মার্চ, ২০১৮ ০০:০০ডা. সাহানা আখতার হলেন প্রথম নারী উপ-উপাচার্য

অধ্যাপক ডা. সাহানা আখতার রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এ বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের চেয়ারম্যান। তিনি সদ্য প্রয়াত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপনের স্থলাভিষিক্ত হলেন।

গত মঙ্গলবার রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আচার্য তাঁকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শাহ আলম মুকুল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান গতকালই নতুন পদে যোগদান করেছেন বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সূত্র।

বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান ব্যক্তিগতভাবে তিন কন্যার জননী। তাঁরা সবাই দেশের বাইরে অধ্যয়নরত। তাঁর স্বামী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।মন্তব্য