kalerkantho


৭ই মার্চের জনসভা

রূপগঞ্জ আ. লীগের ৪০ হাজার নেতাকর্মী সমাগমের প্রস্তুতি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

৭ মার্চ, ২০১৮ ০০:০০৭ই মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা সফল করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪০ হাজার নেতাকর্মী-সমর্থক যোগ দেবে। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ও রংধনু গ্রুপের চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের পূর্বাচল (ল্যান্ড)-এর পরিচালক আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম রফিক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভূঁইয়ার নেতৃত্বে নেতাকর্মী-সমর্থকদের এ সমাগম ঘটবে।

এ লক্ষ্যে মঙ্গলবার বিকেলে উপজেলার কায়েতপাড়া এলাকায় এক প্রস্তুতিমূলক সভা হয়েছে।

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার টুকুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, দাউদপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভূঁইয়া, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, ছাত্রলীগ নেতা হাজি সফিকুল ইসলাম, সংগঠনটির কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান সজীব, কৃষক লীগের সভাপতি আরাফাত আলী, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন মেম্বার, যুবলীগ নেতা হাজি মোগল, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের এজিএস সোহেব আহমেদ সোহাগ, যুবলীগ নেতা আব্দুল আউয়াল, আব্দুল জব্বার মেম্বার, হাজি ইয়ার হোসেন, অ্যাডভোকেট আব্দুর আউয়াল, ছাত্রলীগ নেতা মুন্না, কামাল হোসেন প্রমুখ।

সভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার টুকু বলেন, সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে দলের ও এর সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা ৭ মার্চের জনসভায় যোগদান করবেন।

 মন্তব্য