kalerkantho


প্রবাসীকল্যাণমন্ত্রী জানালেন

কুয়েতের শ্রমবাজারের জটিলতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক   

৭ মার্চ, ২০১৮ ০০:০০কুয়েতের শ্রমবাজারের জটিলতা নিরসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। গতকাল মঙ্গলবার রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে রাজধানীর একটি হোটেলে জার্নালিস্ট ফোরাম অন মাইগ্রেশন (জেএফএম) আয়োজিত ‘বিশ্ব শ্রমবাজার ও বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী। তিনি দুষ্টচক্রের হাত থেকে অভিবাসন প্রক্রিয়াকে মুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, বিদেশে কর্মী পাঠাতে কোনো সিন্ডিকেট গ্রহণযোগ্য নয়। এ ধরনের কোনো সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া হবে না।

ওই সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্রম-অভিবাসন বিশ্লেষক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

আয়োজক সংগঠনের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। বক্তব্য দেন সংগঠনের কর্মকর্তা রবিউল হক, মোরছালীন বাবলা, সাংবাদিক আক্তার হোসেন, সামসুল ইসলাম, রফিকুল ইসলাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজ্জাদ হোসেন।

 মন্তব্য