kalerkantho


আক্রান্ত জাফর ইকবাল

প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন সমাবেশ

সিলেট অফিস ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৭ মার্চ, ২০১৮ ০০:০০বিশিষ্ট লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় মানববন্ধন ও সমাবেশ অব্যাহত রয়েছে। এ ঘটনার মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি ও হামলাকারী ফয়জুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এসব কর্মসূচিতে। একই সঙ্গে জঙ্গিবাদ সৃষ্টির সব পথ চিরতরে ধ্বংস করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে যুক্তিকে প্রাধান্য দিয়ে মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক সমাজ গড়ে তুলতে না পারলে এ ধরনের ঘটনা বারবার ঘটবে। শুধু নিরাপত্তাব্যবস্থা জোরদার করে কিছুই হবে না। নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি জঙ্গিবাদের উত্থানের সব পথকে নিয়ন্ত্রণ করতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনকে সামনে রেখে মৌলবাদী গোষ্ঠী মাঠে নামার প্রতিধ্বনি দিচ্ছে। তারা দেশের বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়। এই চেষ্টাকে রুখে দিতে আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ধর্মান্ধ গোষ্ঠীকে রুখে দিতে হবে।’

মানববন্ধনে আরো বক্তব্য দেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব আখতারুজ্জামান, প্রকাশক মিলন কান্তি নাথ, আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, গণসংগীত সমন্বয় পরিষদের পক্ষে মানজার চৌধুরী সুইট প্রমুখ।মন্তব্য