kalerkantho


কুমিল্লায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

৭ মার্চ, ২০১৮ ০০:০০কুমিল্লার চৌদ্দগ্রামে চোর সন্দেহে শরীফুল ইসলাম নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। নিহত শরীফুল জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী কালিয়াপুর গ্রামের চারু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোরে শরীফুল চৌদ্দগ্রাম উপজেলার কোমাল্লা গ্রামের আবুল হাসেমের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে স্থানীয় ইউপি সদস্য বেলাল মিয়ার নোয়াপাড়ার বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে তার মৃত্যু হয়। চৌদ্দগ্রাম থানার এসআই মাহবুব হোসেন বলেন, ‘চুরির অভিযোগে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। বিকেলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।’

 মন্তব্য