kalerkantho


গফরগাঁওয়ে বাল্যবিয়ের ভুল তথ্যে বর-কনেসহ আটক ৮

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

৬ মার্চ, ২০১৮ ০০:০০ময়মনসিংহের গফরগাঁওয়ে বাল্যবিয়ের ভুল তথ্যে বর-কনেসহ আটজনকে আটক করেছে পুলিশ। গতকাল  বিকেলে দুই পরিবারের লোকজন থানায় উপস্থিত হয়ে বয়সের প্রমাণ দেওয়ার পর তারা মুক্তি পায়। উপজেলার চর আলগী কুরতলী পাড়া গ্রামে রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আঠারো দানা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে জহিরুল ইসলামের (২৪) সঙ্গে চর আলগী কুরতলী পাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের মেয়ে মৌসুমী আক্তারের (১৯) গত রবিবার রাতে বিয়ে হয়। রাত আড়াইটার দিকে বরপক্ষ কনেকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত অটোবাইকযোগে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তি গফরগাঁও থানার এসআই (সেকেন্ড অফিসার) হেলাল উদ্দিনের মোবাইলে ফোন করে জানায়, চর আলগী কুরতলী পাড়ায় বাল্যবিয়ে হচ্ছে। এসআই হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ব্রহ্মপুত্র আলতাফ গোলন্দাজ সেতুর ওপর থেকে বরপক্ষের অটোবাইকের গতি রোধ করেন। এ সময় পুলিশ বরের মা সুুফিয়া বেগম, বাবা বাচ্চু মিয়া, ছোট ভাই নবম শ্রেণির শিক্ষার্থী শাহ আলম, ছোট ভাই মাদরাসাছাত্র আজাহারুল, চাচা আব্দুর রশিদ ও বিল্লাল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।মন্তব্য