kalerkantho


পুলিশে চাকরির পরীক্ষায় জালিয়াতিতে গ্রেপ্তার ৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

৬ মার্চ, ২০১৮ ০০:০০পুলিশে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে আটজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ১৫ লাখ টাকা। গত দুই দিনে চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম গতকাল নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, ২৭ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলায় পুলিশের সিপাহি নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তখন প্রক্সি দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে লিখিত পরীক্ষার ফলাফলে অস্বাভাবিক নম্বর পাওয়ায় ফুলচান সিংহ ও মনিরুল ইসলামকে সন্দেহ হয়। তাদের ডেকে হাতের লেখা মেলানো হলে গরমিল ধরা পড়ে। তারা চাকরির জন্য একটি চক্রকে মোটা অঙ্কের টাকা দিয়েছেন বলে জানায়। পরীক্ষার্থীর ছবি পরিবর্তন ও পুলিশ সুপারের স্বাক্ষর জাল করে অন্যরা তাদের পক্ষে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছে বলে জানা যায়। এ দুজনকে গ্রেপ্তার করা হয়। এরপর গোয়েন্দা পুলিশের একটি টিম বগুড়া শহরের মাটিডালি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে জালিয়াতচক্রের প্রধান সেতু মণ্ডল ও তার সহযোগী মোকারম হোসেনকে। এর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে মনিরুল ইসলাম, আবদুস সালাম, তাজেরুন বেগম ও আনোয়ার হোসেনকে। তাদের কাছ থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

 

 মন্তব্য