kalerkantho


যশোরে টয়লেটের সেপটিক ট্যাংকে যুবকের লাশ

বিশেষ প্রতিনিধি, যশোর   

৬ মার্চ, ২০১৮ ০০:০০যশোরে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আজিজুর সরদার সদর উপজেলার আন্দোলপোতা গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার সকালে স্থানীয় এডিপি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের টয়লেটের সেপটিক ট্যাংক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ ও পরিবারের ধারণা, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

নিহতের চাচা শাজাহান আলীর ভাষ্য অনুযায়ী, গত রবিবার সন্ধ্যায় তরিকুল ইসলাম নামের একজনের কাছে পাওনা টাকা আনতে যায় আজিজুর। এরপর রাতে  সে আর বাড়ি ফেরেনি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। খোঁজাখুজি করে না পেয়ে গভীর রাতে পরিবারের লোকজন তরিকুলকে ধরে চাপ প্রয়োগ করলে সে জানায়, তারা স্কুল মাঠে বসে কথা বলছিল। স্কুল মাঠে গিয়ে রক্তের চিহ্ন ধরে টয়লেটের সেপটিক ট্যাংকে আজিজুরের লাশ পাওয়া যায়।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, আজিজুর সুদের কারবার করত। এ টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তরিকুলকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 মন্তব্য