kalerkantho


রাষ্ট্রদূত লিউন উ

সম্পর্কের উন্নতি চায় মিয়ানমার

কূটনৈতিক প্রতিবেদক   

২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০মিয়ানমার বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি চায় বলে জানিয়েছেন ঢাকায় ওই দেশটির নতুন রাষ্ট্রদূত লুউন ও। গতকাল রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। সাক্ষাতে রোহিঙ্গা ইস্যুসহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী ও মিয়ানমারের রাষ্ট্রদূত আলোচনা করেন বলে জানা গেছে। তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাষ্ট্রদূত রোহিঙ্গা প্রসঙ্গ তোলেননি।

রাষ্ট্রদূত লুউন ও বলেন, ‘দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন ও জোরদারে আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালাব।’

গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে নিধনযজ্ঞ শুরুর পর থেকে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানায়, রোহিঙ্গা সংকট দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দ্বিপক্ষীয় চুক্তি সত্ত্বেও এ সংকটের টেকসই সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ প্রত্যাশা করছে বাংলাদেশ।মন্তব্য