kalerkantho


নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ডাকাতের গুলিবিদ্ধ লাশ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার   

২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী থেকে পুলিশ এক ডাকাতের লাশ উদ্ধার করেছে। বাইশারী ইউনিয়নের মুইঅংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পশ্চিম পাশের বিলের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিল লাশটি। গতকাল শুক্রবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করলিয়ামুরা গ্রামের বাসিন্দা মৃত কালামিয়ার পুত্র আব্দুর রশিদ (৩২) বলে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। স্থানীয় গ্রামের বাসিন্দারা জানায়, সকালে ঘুম থেকে উঠে লাশটি দেখতে পেয়ে তারা ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ তদন্ত কেন্দ্রে জানায়। বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু মুসা জানান, ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। তার পিঠে ও মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে।

 মন্তব্য