kalerkantho


গফরগাঁওয়ে চার আসামি গ্রেপ্তার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক চার আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

জানা গেছে, পাগলা থানা পুলিশ বুধবার রাতে টাঙ্গাব, ময়রা, নয়াবাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মাজহারুল ইসলাম, শারফুল ইসলাম, সেলিম মিয়া ও সোহাগ আহমেদকে গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পাগলা থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।মন্তব্য