kalerkantho


কখন নতুন চাকরি খুঁজবেন

১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০কখন নতুন চাকরি খুঁজবেন

কর্মক্ষেত্রে কিছু লক্ষণ দেখা গেলে সেখানে প্রত্যাশা কমে যায়। এমন পরিস্থিতিতে নতুন চাকরি খোঁজা যেতে পারে। যেমন :

 

নতুন কিছু শেখার নেই

কর্মক্ষেত্র কিংবা জীবনের যেকোনো ক্ষেত্রেই নতুন বিষয় শেখার গুরুত্ব আছে। এমন হতে পারে, বর্তমান চাকরিতে নতুন করে আর কিছু শেখার নেই। এ ধরনের পরিস্থিতিতে নতুন করে চাকরি খুঁজে নেওয়াই ভালো।

উন্নতি নেই

কর্মক্ষেত্রে খুব ধীরে ধীরে হলেও উন্নতি হওয়া উচিত। কিন্তু ক্যারিয়ারের উন্নতি যদি একেবারে থেমে যায়, তাহলে নতুন কোথাও ভালো সুযোগ খুঁজতে হবে।

নেতিবাচক কর্মপরিবেশ

কর্মক্ষেত্রে ভালো পরিবেশ থাকা খুব জরুরি। ভালো পরিবেশ ছাড়া সৃজনশীলতা ও উৎপাদনশীলতা প্রকাশ করা সম্ভব হয় না। এতে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের কর্মস্থল ত্যাগ করে নতুন কর্মস্থল খুঁজে নেওয়াই হবে সঠিক সিদ্ধান্ত।

নিরাপত্তাবোধের অভাব

কর্মস্থলে নিরাপত্তাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সব সময় চাকরি হারানোর আশঙ্কা কাজ করে, সেই চাকরিতে থাকা স্বস্তিদায়ক নয়। এ ধরনের পরিস্থিতির আগেই নতুন চাকরি খোঁজা উচিত।

স্বাস্থ্যের ওপর চাপ

কর্মস্থলে বাড়তি মানসিক চাপ বাড়িতে ফেরার পরেও কর্মীদের বিপর্যস্ত করে রাখে। এ ছাড়া অন্য কোনো কারণেও স্বাস্থ্যের ওপর চাপ পড়তে পারে। এ চাপ সামলানো সম্ভব না হলে নতুন কর্মস্থল খুঁজে নেওয়াই মঙ্গলজনক।

ওয়েবসাইট অবলম্বনে

ওমর শরীফ পল্লব

 মন্তব্য