kalerkantho


ডা. জাকারিয়া স্বপনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ডা. জাকারিয়া স্বপনের মৃত্যু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য (শিক্ষা), চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন (৫৪) গতকাল বুধবার দুপুর পৌনে ১২টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। তিনি মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

বিএসএমএমইউ সূত্র জানায়, ডা. জাকারিয়া স্বপন ২০১৭ সালের ২২ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জুলফিকার রহমান খানের অধীনে ভর্তি হন। মঙ্গলবার রাতে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে গতকাল দুপুরে তাঁর মৃত্যু হয়। বিকেল ৩টায় ওই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে লাশ গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে নিয়ে যাওয়া হয়।মন্তব্য