kalerkantho


চাঁদপুরে দুদক চেয়ারম্যান

বিবেকের বিরুদ্ধে যা কিছুু করবেন সেটাই হবে দুর্নীতি

চাঁদপুর প্রতিনিধি   

১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি করলেই তাকে সাজা ভোগ করতে হবে। এ জন্য অনৈতিকভাবে কাউকে আশ্রয়-প্রশ্রয় দেওয়াও এক ধরনের দুর্নীতি। বিবেকের বিরুদ্ধে আপনি যা করবেন, সেটাই হবে বড় দুর্নীতি। গতকাল বুধবার চাঁদপুরে এসব কথা বলেন তিনি।

নিজ জেলা চাঁদপুর সফরকালে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময়সভায় অংশ নেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে শুধু শিক্ষক কর্মকর্তারা নন, অনেক রাঘব বোয়াল জড়িত। তাদের প্রতি নজরদারি শুরু হয়েছে। দুদক ২২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে কাজ করছে। আগামীতে আরো ১১ হাজার প্রতিষ্ঠানে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ শুরু হবে। সবার আগে নিজের বিবেক এবং দায়বদ্ধতাকে প্রতিষ্ঠিত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডলের সভাপতিত্বে মতবিনিময়সভায় অতিরিক্ত সচিব মো. জাফর ইকবালসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষকরা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিজ নিজ দপ্তর কিভাবে পরিচালিত হয়, তা দুদক চেয়ারম্যানের কাছে উপস্থাপন করেন উপস্থিত প্রতিনিধিরা।মন্তব্য