kalerkantho


কুয়েটে শুরু আইসিসিইএসডি সম্মেলন

খুলনা অফিস   

১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তিন দিনব্যাপী চতুর্থ ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইসিসিইএসডি) ২০১৮’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল শুক্রবার সংশ্লিষ্ট বিভাগ আয়োজিত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এর উদ্বোধন করা হয়। সম্মেলনে চিফ প্যাট্রন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এ কে এম ফারুক হাসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের চেয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী হামিদুল বারী। তা ছাড়া ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন সম্মেলনের সচিব অধ্যাপক ড. আবু জাকির মোর্শেদ।

কি-নোট সেশনে স্পিকার ছিলেন ইউআইটিএসের অধ্যাপক ড. মো. মাজহারুল হক ও অস্ট্রেলিয়ার ইনস্টিটিউট ফর সাসটেইনেবল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড লাইভএবল সিটিজের অধ্যাপক ড. খালিদ এ এম মঈনুদ্দিন।মন্তব্য