kalerkantho


বকেয়া মজুরিসহ ১১ দাবি

খুলনায় পাটকল শ্রমিকদের লাল পতাকা মিছিল

খুলনা অফিস   

১৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০বকেয়া মজুরিসহ ১১ দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে কর্মবিরতির পাশাপাশি লাল পতাকা মিছিল করেছে শ্রমিকরা। গতকাল বুধবার সকাল ১১টার দিকে নগরীতে ট্রাকের বহর নিয়ে এ মিছিল বের করা হয়।

বাংলাদেশ পাটকল সিবিএ ও নন-সিবিএ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ও খুলনার প্লাটিনাম জুটমিল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি সরদার মোতাহার উদ্দিন বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে। বিজেএমসির দুুর্নীতির কারণে সারা দেশে পাটকলগুলোতে শ্রমিক অসন্তোষ তৈরি হয়েছে। অদক্ষ ও অব্যবস্থাপনার কারণে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হচ্ছে না।’মন্তব্য