kalerkantho


পীরগঞ্জের শীতার্ত দুস্থদের জন্য কম্বল দিলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক   

১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০নিজের নির্বাচনী এলাকা রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের শীতার্ত দুস্থ মানুষের মধ্যে বিতরণের জন্য কম্বল হস্তান্তর করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল মঙ্গলবার দুপুরে সংসদ ভবন এলাকার বাসভবনে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাছে দেড় হাজার কম্বল হস্তান্তর করেন।

রংপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম পিন্টু, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গীর, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মইনুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান সিদ্দিকী রনি এ সময় উপস্থিত ছিলেন।মন্তব্য