kalerkantho

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ

ঘন কুয়াশায় দুই ঘণ্টা বন্ধ ছিল ফেরি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি   

১৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গতকাল মঙ্গলবার ভোর ৫টা থেকে দুই দফায় মোট দুই ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ ছিল। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝনদীতে দুটি ফেরি আটকা পড়ে। এদিকে ঘনকুয়াশার স্থায়িত্ব অনেকটা কমে যাওয়ায় দৌলতদিয়া ঘাটের যানজট পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। 

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, সোমবার গভীর রাত থেকে হালকা কুয়াশা পড়তে শুরু করে। পরে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুই দফায় মোট দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে শাহ্ আলী ও হাসনা হেনা নামের দুটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে ছিল। এ নিয়ে চলতি শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে মোট ৯৫ ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ থাকল। বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘ঘন কুয়াশার স্থায়িত্ব আগের চেয়ে কমে যাওয়ায় দৌলতদিয়া ঘাটে লেগে থাকা যানজট পরিস্থিতির উন্নতি হয়েছে।’

মন্তব্য