kalerkantho


ডিএনসিসি উপনির্বাচন

আওয়ামী লীগের মনোনয়ন পেতে আশাবাদী ডা. ইকবাল

নিজস্ব প্রতিবেদক   

১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি ডা. এইচ বি এম ইকবাল গতকাল সোমবার সংবাদ সম্মেলন করেছেন। বনানীর ইকবাল সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি স্বপ্নের ঢাকা গড়ার উদ্যোগের কথা বলেছেন। তিনি দলীয় মনোনয়ন পেতে শতভাগ আশাবাদী বলে জানান।

সংবাদ সম্মেলনে ডা. ইকবাল বলেন, “২০০৯ সালে প্রথম দলীয় সভানেত্রীকে ‘গ্রিন ঢাকা-ক্লিন ঢাকা’র প্রস্তাব দিয়েছিলাম। আওয়ামী লীগ একটি বড় দল, দলে বহু অভিজ্ঞ জনপ্রিয় নেতা আছেন। তাঁদের যে কাউকে মনোনয়ন দিলে মেয়র পদে বিজয়ী হওয়া সম্ভব।” স্বপ্নের ঢাকা গড়তে বেশ কিছু উদ্যোগ ও প্রস্তাবনা তিনি সংবাদ সম্মেলনে তুলে ধরেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. ইকবাল বলেন, ‘আমি ঢাকা উত্তরের বাসিন্দা, সংসদ সদস্য ছিলাম তেজগাঁও-রমনা থেকে। উত্তরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে গভীর সখ্য রয়েছে। এলাকার নেতাকর্মীরা আমাকে বলেছেন দলীয় মনোনয়ন ক্রয় ও মনোনয়ন পাওয়ার চেষ্টা করতে। তাঁরা মেয়র পদে একজন দলীয় নেতাকে চান।’

মনোনয়ন না পেলে কী করবেন জানতে চাইলে ডা. ইকবাল বলেন, ‘আমি শতভাগ আশাবাদী, দলীয় মনোনয়ন পাব। বহুদিন রাজনীতি করি. গ্রিন সিগন্যাল সম্পর্কে আমার জানা নেই। আমি দেরাদুনে প্রশিক্ষণ নেওয়া মুক্তিযোদ্ধা, পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখ সমরে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছি। স্বাধীনতার পর ব্যবসা শুরু করি এবং এখন সফল ব্যবসায়ী।’মন্তব্য