kalerkantho

যশোর রোডের শতবর্ষী গাছগুলো কাটা বন্ধে আইনি নোটিশ

বিডিনিউজ   

১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঐতিহাসিক ‘যশোর রোড’-এর চার হাজারেরও বেশি শতবর্ষী গাছ কাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনকে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল বেসরকারি স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ মো. মহিবুল্লাহর পক্ষে নোটিসটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে গাছ কাটা বন্ধে সাত দিনের মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে তারা পদক্ষেপ না নিলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের জানান আইনজীবী ইশরাত।

সড়ক সমপ্রসারণের জন্য এই গাছগুলোর কাটার পক্ষে যুক্তি দেখিয়েছে সড়ক বিভাগ; তবে তাতে সন্তুষ্ট না হয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন।

এক সময়ের পূর্ববঙ্গ থেকে কলকাতা যাওয়ার প্রধান সড়ক পথ যশোর রোডে দুই পাশে দুইশর বেশি গাছ রয়েছে দেড়শরও বেশি বছর বয়সী। এক সময়ের গুরুত্বপূর্ণ এই সড়কের সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতিও জড়িত। একাত্তরে মুক্তিযুদ্ধের সমর্থন জানাতে এলে এই সড়কটি নিয়ে কবিতা লিখেছিলেন আমেরিকান কবি অ্যালেন গিনসবার্গ।

মন্তব্য