kalerkantho


খুলনায় স্কুলছাত্রীদের উত্ত্যক্ত, ভাইকে মারধর

পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

খুলনা অফিস   

১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০খুলনায় কয়েকজন স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ছাত্রীর ভাইকে মারধরের ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার জেলার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা ফাঁড়ির পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি পুলিশ সুপার নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত পাঁচ পুলিশ সদস্য হলেন নায়েক জাহিদুল ইসলাম, কনস্টেবল নাইমুল ইসলাম, রিয়াজ হোসেন, আবির হোসেন ও সুমন্ত কুমার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (‘বি’ সার্কেল) মো. সজীব খান ওই পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পান। পরে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন তিনি।

পুলিশ সুপার নিজামুল হক মোল্লা সাংবাদিকদের বলেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলার পর কেন্দ্রীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি কোচিং সেন্টারে যাওয়ার পথে খারাবাদ বাইনতলা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রীদের উত্ত্যক্ত করেন ফাঁড়ির কয়েকজন পুলিশ সদস্য। এ ঘটনার প্রতিবাদ করায় ওই দিনই দুপুরে এক ছাত্রীর ভাইকে ধরে নিয়ে গিয়ে মারধর করেন তাঁরা। পরে এলাকাবাসী ওই ফাঁড়ি অবরোধ করলে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তাত্ক্ষণিক ঘটনা তদন্তের পর পুলিশ সুপারের নির্দেশে ফাঁড়ির ১২ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।মন্তব্য