kalerkantho

নরসিংদীতে পোশাক কারখানায় আগুন

নরসিংদী প্রতিনিধি   

১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনরসিংদীর মাধবদীতে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার ভোরে মাধবদী পৌর এলাকার ছোট গদাইচর মহল্লার কল্যান্দী টেক্সটাইল ডায়িং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং মিলসে এ ঘটনা ঘটে। এতে কাপড়সহ মূল্যবান যন্ত্রাংশ পুড়ে পাঁচ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রবিবার ভোরে কারখানাটিতে সংরক্ষিত কাপড়ের স্তূপে আগুন লাগলে তাত্ক্ষণিকভাবে শ্রমিকরা ফায়ার সার্ভিসে খবর দেয়। প্রায় ৪০ মিনিট পর নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য