kalerkantho

ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেসের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুবিধাবঞ্চিত অসহায় নিপীড়িত ও ছিন্নমূল  শিশুদের সমন্বিত পুনর্বাসনের লক্ষ্যে ঢাকার আশুলিয়ার দত্তপাড়ায় ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেসের (ডিআইএসএস) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভারতের কলিঙ্গ ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস (কেআইএসএসস) ও কলিঙ্গ ইনস্টিটিউট অব আইটির প্রতিষ্ঠাতা প্রফেসর ড. অচ্ছূত সামান্ত প্রধান অতিথি হিসেবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের প্রতিষ্ঠাতা ড. মো. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচায়  প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, ইমেরিটাস প্রফেসর ড. এম লুত্ফর রহমান, প্রকৌশল অনুষদের ডিন ড. এস এম সামছুল আলম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ এম এম হামিদুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, স্থায়ী ক্যাম্পাসের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল, এইচ আর ডি আইয়ের ডিন প্রফেসর ড. ফরিদ এ সোবহানীসহ ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য