kalerkantho

আনোয়ারা বালিকা বিদ্যালয়ে পুনর্মিলনী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রতিষ্ঠার ৮৫ বছরে প্রথমবারের মতো রাজধানীর আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজনে সাবেক প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন। গতকাল শনিবার শেষ দিনে সম্মাননা প্রদানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্মিলনী উদ্‌যাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট সীমা জহুর। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিম এমপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ মো. আলমগীর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেরিনা বেগম প্রমুখ।

মন্তব্য