kalerkantho

নেত্রকোনায় বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জনসভা

নেত্রকোনা প্রতিনিধি   

১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জনসভা করেছে সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জনসভা হয়। তাতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম। সভায় অন্যদের মধ্যে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আবদুল কাদির ভুইয়া, কেন্দুয়া পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আসাদুল হক ভুইয়া, গণ্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুল ইসলাম সঞ্জু, রোয়াইলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল আলম প্রমুখ বক্তব্য দেন। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য