kalerkantho

২৬ জানুয়ারি থেকে তৃণমূলে যাবে আওয়ামী লীগ

বিএনপির দুরভিসন্ধি বাস্তবায়ন করতে দেব না : কাদের

নিজস্ব প্রতিবেদক   

১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএকাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রচার এবং তৃণমূলে সাংগঠনিক সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী ২৬ জানুয়ারি থেকে জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে সফরে যাবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ক্ষমতাসীন দলটির সভাপতিমণ্ডলীর সদস্যদের নেতৃত্বে ১২টি দলে ভাগ হয়ে এ সফর করা হবে। গতকাল ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পাদকমণ্ডলীর বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে বলেন, ‘দলের ভেতরে ছোটখাটো সমস্যা থাকতেই পারে। সে কারণে কোথাও কোথাও সম্মেলন হয়নি। তবে দলকে আধুনিক এবং মাঠ সুসংগঠিত করে শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেব। ইতিমধ্যে আমাদের টিম নির্ধারণ করা হয়েছে। প্রত্যেকের সাংগঠনিক এলাকায় টিম গিয়ে সমস্যা চিহ্নিত করে সমাধান নেবে।’

আরেকটি ওয়ান-ইলেভেন হওয়ার আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ওয়ান ইলেভেন থেকে আমরা শিক্ষা নিয়েছি, কিন্তু বিএনপি নেয়নি। সে কারণে ভয় আছে, আশঙ্কা আছে। বিএনপি তার বর্তমান অবস্থা জেনে গেছে। নির্বাচনের আগেই সারা দেশের আওয়ামী লীগের জোয়ার দেখে বিএনপি বুঝে গেছে যে আগামী নির্বাচনে তাদের পরিণতি কী। ভোট পাওয়ার মতো কোনো কাজ করেনি। সে কারণে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবে বিএনপি। আওয়ামী লীগ বিএনপির সেই দুরভিসন্ধি বাস্তবায়ন করতে দেবে না।’

বৈঠকের বিষয়ে জানতে চাইলে সম্পাদকমণ্ডলীর একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সাংগঠনিক সফরের টিমগুলোতে থাকা নেতাদের নামের তালিকা এক-দুই দিনের মধ্যেই প্রকাশ করা হবে। তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতাদের আরো অনেকেই অন্তর্ভুক্ত হতে চান। সে জন্য হয়তো আরো এক-দুই দিন সময় নেওয়া হবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, শাম্মী আক্তার, আমিনুল ইসলাম আমিন, বিপ্লব বড়ুয়া প্রমুখ।

মন্তব্য