kalerkantho


রাজশাহীতে শীতার্তদের পাশে শুভসংঘ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী   

১০ জানুয়ারি, ২০১৮ ০০:০০কালের কণ্ঠ’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে দেশের জনপ্রিয় এ দৈনিকের পাঠক সংগঠন শুভসংঘ। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর কাদিরগঞ্জে কালের কণ্ঠ’র রাজশাহী কার্যালয়ের সামনে তিন দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ আয়োজনে প্রায় এক হাজার শীতার্তের মধ্যে কম্বলসহ বিভিন্ন কাপড় বিতরণ করা হবে। শুভসংঘ রাজশাহী জেলা ও রাজশাহী কলেজ শাখা এ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভসংঘ জেলা কমিটির সভাপতি মুঞ্জুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মোজাম্মেল হক, ব্যবসায়ী তৌহিদ আল মাসুদ, কালের কণ্ঠ রাজশাহী অফিসের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, শুভসংঘ রাজশাহী কলেজ শাখার সভাপতি রাকিবুল হাসান, জেলা শাখার যুগ্ম সম্পাদক শফিক আজম, নারীবিষয়ক সম্পাদক ইশরাত সাথী প্রমুখ।মন্তব্য