kalerkantho


চেয়ারম্যানের অভিযোগ

দুর্নীতি রোধে সহায়তা করতে চেয়েও সরকারের সাড়া পায়নি দুদক

নিজস্ব প্রতিবেদক   

৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০দুর্নীতি প্রতিরোধে সরকারকে সহায়তা করতে চেয়েও সাড়া পাননি বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অভিযোগ করেন।

দুর্নীতি প্রতিরোধে সরকারের ভূমিকা প্রসঙ্গে ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা সরকারকে বলেছিলাম বড় বড় প্রজেক্টে যদি দুর্নীতি প্রতিরোধে আমাদের সাহায্য দরকার হয় এমনকি ক্যাবিনেট ডিভিশনকেও বলেছিলাম বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের সাহায্যের জন্য। তবে আমরা আসলে এ বিষয়ে তেমন কোনো রেসপন্স পাইনি।’

ইকবাল মাহমুদ আরো বলেন, ‘আমরা এখন স্বপ্রণোদিত হয়েই দুর্নীতি প্রতিরোধ করছি। আমরা বিভিন্ন বিষয়ে লক্ষ রাখছি। দুর্নীতি প্রতিরোধের বিষয়টা চলমান।’ তবে সরকারও দুর্নীতি বন্ধ করতে চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্নীতি হওয়ার আগেই যাতে দুর্নীতি বন্ধ ও প্রতিরোধ করা যায়, সেই বিষয়ে আমাদের জোরালো কাজ চলছে।’

আগামী নির্বাচনে সব প্রার্থীকে সম্পদের সঠিক হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়ার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে যাঁরা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁরা হলফনামা সঠিকভাবে দেবেন, সেটা আমরা চাই। এরই মধ্যে দুই-একজন সংসদ সদস্যের ব্যাপারে আমরা ইলেকশন কমিশনে লিখিতভাবে জানিয়েছি যে তাঁদের সম্পদ বিবরণী সঠিক নয়।’মন্তব্য