kalerkantho

তথ্যমন্ত্রীর সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক   

৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিকার সাবিনা আখতার ১০ দিনের শুভেচ্ছা সফরে ঢাকায় এসেছেন। গতকাল রবিবার সকালে তিনি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

তথ্যমন্ত্রী সাবিনা আখতারকে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ীদের এ দেশে বিনিয়োগে উৎসাহ দেওয়ার আহ্বান জানান। ‘সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশিস’ (এনআরবি) চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরী, সংস্থার সদস্য ফকর আলী ও তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহম্মদ এস সময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্যের অর্থনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের অবদান ব্রিটিশ সরকারের স্বীকৃতি অর্জন করেছে। এখন সময় এসেছে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তাঁদের নজর দেওয়া। শেখ হাসিনার সরকার দেশে বিনিয়োগের পরিবেশ তৈরি করেছে। তার সুফল গ্রহণ করতে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূতদের উৎসাহিত করা আবশ্যক।’

স্পিকার সাবিনা আখতার তথ্যমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করেন এবং তাঁকে লন্ডন সফরের আমন্ত্রণ জানান।

মন্তব্য