kalerkantho

আইএসএন পাইওনিয়ার সম্মাননা পাচ্ছেন অধ্যাপক হারুন

নিজস্ব প্রতিবেদক   

৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআইএসএন পাইওনিয়ার সম্মাননা পাচ্ছেন অধ্যাপক হারুন

উন্নয়নশীল দেশে কিডনি রোগ প্রতিরোধ ও চিকিৎসায় অগ্রণী ভূমিকা রাখায় ‘আইএসএন পাইওনিয়ার অ্যাওয়ার্ড ২০১৭’ পাচ্ছেন অধ্যাপক ডা. হারুন আর রশিদ। অধ্যাপক হারুন কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ।

‘ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি’ (আইএসএন) ১৫২টি দেশের কিডনি রোগবিষয়ক চিকিৎসকদের অলাভজনক একটি সংস্থা। আগামী ১৩ জানুয়ারি অধ্যাপক হারুনের হাতে সম্মাননা তুলে দিতে বাংলাদেশে আসছেন সোসাইটির সাবেক সভাপতি ও অনুষ্ঠান সমন্বয়ক জন ফিহালি। অনুষ্ঠানে অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

আইএসএন এক চিঠিতে জানায়, অনেক সীমাবদ্ধতার পরও বেসরকারি উদ্যোগে অধ্যাপক হারুন বাংলাদেশে কিডনি রোগীদের চিকিৎসা প্রদানের পাশাপাশি কিডনি সংযোজন, ডায়ালিসিস, রোগ প্রতিরোধে গবেষণা ও প্রশিক্ষণ গ্রহণসহ নানা বিষয়ে নেতৃত্ব দিয়ে এসেছেন। এসব অবদানকে স্বীকৃতি দিতেই তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

মন্তব্য