kalerkantho

মাধ্যমিকের চাকরি জাতীয়করণের দাবি

নিজস্ব প্রতিবেদক   

৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. ইয়াদ আলী খান। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সৈয়দ জুলফিকার আলম চৌধুরী, অতিরিক্ত মহাসচিব মো. ফরিদুল ইসলাম, সাংগঠনিক সচিব মো. আবদুর রহমান প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকা আবেদনের সর্বোচ্চ ছয় মাসের মধ্যে পরিশোধ, নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তকরণের দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়।

মন্তব্য