kalerkantho


ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফি কমানোর দাবিতে বিভিন্ন ভবনে তালা

টাঙ্গাইল প্রতিনিধি   

৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০বিভিন্ন ধরনের ফি কমানোর দাবিতে আন্দোলনে নেমেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা। গতকাল শনিবার এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ফটকে তালা লাগিয়ে তারা ক্যাম্পাসে বিক্ষোভ করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সিরাজুল ইসলাম জানান, গতকাল দুপুরের দিকে শিক্ষার্থীরা হঠাৎ করে বিভিন্ন ধরনের ফি কমানোর দাবি নিয়ে আসে। তাদের বলা হয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে ফি বেশি নেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নিতে। যদি বেশি নেওয়া হয়, তাহলে ফি কমানোর আশ্বাস দেওয়া হয় শিক্ষার্থীদের। কিন্তু বিকেলের দিকে তারা প্রশাসনিক ভবনসহ সব ভবন ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। তাদের দাবি, আজকের (গতকাল) মধ্যে সমস্যার সমাধান করতে হবে। পরে আলোচনায় বসার প্রস্তাব দিলে সন্ধ্যার দিকে তারা তালা খুলে দেয়।

অধ্যাপক ড. সিরাজুল ইসলাম বলেন, ‘গত তিন বছর ধরে একই ফি নেওয়া হচ্ছে। এ বছর নতুন করে কোনো ফি বাড়ানো হয়নি। এ অবস্থায় হঠাৎ করে কেন শিক্ষার্থীরা এ দাবিতে উত্তেজিত হয়ে উঠল, তা বোঝা যাচ্ছে না।’মন্তব্য