kalerkantho

খুলনা বিভাগে শিশু নির্যাতন বেড়েছে

বিশেষ প্রতিনিধি, যশোর   

৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২০১৭ সালে খুলনা বিভাগে শিশু নির্যাতনের পরিমাণ বেড়েছে বলে দাবি করেছে বেসরকারি সংস্থা রাইটস যশোর। আগের বছরের চেয়ে ১৮টি ঘটনা বেড়ে শিশু নির্যাতনের সংখ্যা দাঁড়িয়েছে ১২৯-এ।

গতকাল শনিবার যশোর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ পরিসংখ্যান তুলে ধরেন যশোর রাইটসের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। তিনি বলেন, গত বছর মানবপাচারসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংখ্যাগতভাবে কমেছে। তবে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মনে করে না রাইটস যশোর।

সংস্থাটির দেওয়া হিসাবে, ২০১৭ সালে খুলনা বিভাগে মানবপাচারের সংখ্যা ২৫৮টি, যেখানে আগের বছর ছিল ৫২৭টি। একই বছর হত্যাকাণ্ডের সংখ্যা ২৮৮টি, যেখানে আগের বছর ছিল ৪৯০টি। ধর্ষণের ঘটনা আগের বছরের তুলনায় ৬৫টি কমে দাঁড়িয়েছে ১৩৫-তে। এ ছাড়া অপহরণের ঘটনা ২৭৮টি কমে ১৯৪, পুলিশি নির্যাতন ও হয়রানির ঘটনা ৪৮টি কমে ৪৭, বিএসএফের হাতে নিহতের সংখ্যা একটি বেড়ে দাঁড়িয়েছে আটটিতে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে।

মন্তব্য