kalerkantho

লোকসভায় এম জে আকবর

সংখ্যালঘুদের ওপর হামলাকে গুরুত্বের সঙ্গে নেয় ঢাকা

কূটনৈতিক প্রতিবেদক   

৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসংখ্যালঘুদের ওপর হামলা হলে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশ সরকার। গত বুধবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় সংখ্যালঘু নির্যাতন বিষয়ক এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর এ কথা জানান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, বিজেপির একজন সদস্য বাংলাদেশ ও পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার বিষয়ে জানতে চান। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলা এবং পাকিস্তানে জোর করে উচ্ছেদের কয়েকটি ঘটনার খবর ভারত সরকারের নজরে এসেছে। বাংলাদেশ থেকে পাওয়া তথ্যেও জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের কিছু বাড়িঘর ও মন্দির ভাঙচুর হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের উপাসনালয়গুলোসহ তাদের সুরক্ষার দায়িত্ব ওই দেশ দুটির সরকারের। ভারত সরকার এ বিষয়টি বাংলাদেশ সরকার ও পাকিস্তান সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় পর্যায়ে তুলেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, হামলাগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তারা অঙ্গীকারাবদ্ধ।

মন্তব্য