kalerkantho

মোহনগঞ্জ ও গফরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

হাওরাঞ্চল ও গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনেত্রকোনার মোহনগঞ্জে পুকুরে ডুবে তামীম আহমেদ নামের (৮) এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। তামীম আহমেদ মধুপুর গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে। হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তামীম শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে অসাবধানতাবসত পানিতে পড়ে তলিয়ে যায়। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে পুুকুরের পানিতে ডুবে রায়হান নামের ১৪ মাস বয়সী এক শিশু মারা গেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পাগলা থানার মশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানার মশাখালী গ্রামের কবির উদ্দিনের ছেলে রায়হানকে বাড়ির উঠানে বসিয়ে তার মা একটু দূরে রান্না করছিলেন। এর মধ্যেই রায়হান হামাগুড়ি দিয়ে বসতঘরসংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকলে রায়হানকে পুকুরের পানিতে ভাসতে দেখে।

মন্তব্য