kalerkantho


দলিল লেখকদের বয়সসীমা বাতিলের প্রক্রিয়া চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক   

৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০৬৫ বছর বয়সের পরও দলিল লিখতে পারবেন সনদধারী দলিল লেখকরা। তাঁদের বয়সসীমা বাতিল করা হচ্ছে। এ জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়। ৬৫ বছরের সর্বোচ্চ বয়সসীমা বাতিল সংক্রান্ত নথিতে গতকাল বৃহস্পতিবার অনুমোদন দিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। খুব শিগগির নিবন্ধন অধিদপ্তর এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে বলে গতকাল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম কালের কণ্ঠকে বলেন, প্রজ্ঞাপন জারির পর দলিল লেখকদের নির্দিষ্ট কোনো বয়সসীমা থাকবে না। একজন সনদধারী দলিল লেখক যত দিন সামর্থ্য থাকবে, তত দিন তিনি এই পেশায় নিয়োজিত থাকতে পারবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত বছরের ৯ ডিসেম্বর বাংলাদেশ দলিল লেখক সমিতির কাউন্সিল অধিবেশনে আইনমন্ত্রী আনিসুল হক এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন।মন্তব্য