kalerkantho

খুলনায় পাটকল শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা   

৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবকেয়া মজুরি পুরোপুরি পরিশোধ না হওয়ায় খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত আছে। গত তিন দিনে ছয়টি মিলে মজুরির আংশিক পরিশোধ করা হয়েছে। বাকি তিনটি মিলে বকেয়া পরিশোধের বিষয়ে কোনো সিদ্ধান্ত মেলেনি।

শ্রমিকরা বলছে, বকেয়া মজুরি পুরোপুরি পরিশোধ না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবে না। ফলে ছয়টি মিলে আংশিক মজুরি দেওয়ার পরও অচলাবস্থা কাটছে না। বকেয়া মজুরিসহ ১১ দাবিতে গত ২৮ ডিসেম্বর থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন করে আসছে।

গতকাল বৃহস্পতিবার স্টার, দৌলতপুর, ক্রিসেন্ট, খালিশপুর ও ইস্টার্ন জুটমিলে এক সপ্তাহের মজুরি দেওয়া হয়েছে। এর আগে দৌলতপুর ও কার্পেটিং জুটমিলে এক সপ্তাহের মজুরি পরিশোধ করা হয়।

খুলনার বাকি দুটি প্লাটিনাম ও আলিম এবং যশোরের জেজেআই জুটমিলের বকেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ জুটমিলস করপোরেশনের (বিজেএমসি) খুলনা অফিসের লিয়াজোঁ কর্মকর্তা গাজী শাহাদাত হোসেন বলেন, ‘উৎপাদিত পণ্য বিক্রি না হওয়ায় মজুরি পরিশোধ করা সম্ভব হচ্ছে না। যে মিলগুলো মোটেই মজুরি দিতে পারেনি, সেগুলো দু-এক দিনের মধ্যে পরিশোধ করতে পারবে বলে আশা করছি।’

ক্রিসেন্ট জুটমিলের শ্রমিক নেতা সোহরাব হোসেন বলেন, ‘পুরো বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আমরা কাজে যোগ দেব না।’

মন্তব্য