kalerkantho


সেনাবাহিনীর দুই কর্মকর্তাকে প্রধানমন্ত্রীর অনুদান

কালের কণ্ঠ ডেস্ক   

৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মেজর জাদিদের চিকিৎসার জন্য ৫০ লাখ এবং লেফটেন্যান্ট কর্নেল শাহীন আহমেদকে ৩০ লাখ টাকার চেক প্রদান করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, মেজর জাদিদের সহধর্মিণী জাকিয়াতুজ জোহরা গতকাল বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন। মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে গত ২৪ সেপ্টেম্বর আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে মেজর জাদিদ গুরুতর আহত হন। তিনি বর্তমানে সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন।

প্রেসসচিব আরো জানান, প্রধানমন্ত্রীর অনুদান পাওয়া লেফটেন্যান্ট কর্নেল শাহীন আহমেদ লিভার সিরোসিসে ভুগছেন।মন্তব্য