kalerkantho

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাথর উত্তোলন

জাফলংয়ে আরো একজনের মৃত্যু

সিলেট অফিস   

৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলনের সময় গর্তে মাটি ধসে চাপা পড়ে আহত আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়াল।

নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় গত মঙ্গলবার বিকেলে পাথর তোলার সময় গর্তে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত এবং কয়েকজন আহত হয়। পরে রাতে হাসপাতালে নেওয়ার পথে আহত সাদেক মিয়া নামের অন্য শ্রমিকের মৃত্যু হয়। নিহত সাদেক সিলেটের হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের তাজ উল্লার ছেলে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জানান, গতকাল সকালে নিহত জহুর আলীর মেয়ে জাকিরুন নেছা বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে থানায় মামলা করেছেন। মামলার এক আসামিকে মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য