kalerkantho


হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি

৬১ জনের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

নিজস্ব প্রতিবেদক   

৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০হাওর এলাকায় বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ১৫ কর্মকর্তা ও ৪৬ ঠিকাদারের বিরুদ্ধে দুদকের করা মামলার বিচার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে ওই ৬১ জনের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলতে আইনি আর কোনো বাঁধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

দুদকের আবেদনে বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগ গতকাল মঙ্গলবার এক আদেশে হাইকোর্টের আদেশ স্থগিত করেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার ফিদা এম কামাল।

এর আগে হাইকোর্ট গত ১২ ডিসেম্বর এক আদেশে তিন মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত করেন। বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও কর্তব্যে অবহেলার অভিযোগে গত ২ জুলাই দুদক ৬১ জনকে আসামি করে সুনামগঞ্জ সদর থানায় মামলা করে। মামলায় পাউবোর ১৫ কর্মকর্তা ছাড়াও সুনামগঞ্জের ১৩, ঢাকার ৯, সিলেটের ছয়, কুমিল্লার তিন, মৌলভীবাজার ও সাতক্ষীরার দুজন করে এবং খুলনা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, হবিগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার একজন করে ঠিকাদারকে আসামি করা হয়।মন্তব্য