kalerkantho


সংবাদ সম্মেলন

৩০ ডিসেম্বর থেকে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক   

২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০আগামী ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত দেশে পালিত হবে ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’। এ সপ্তাহের এবারকার প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে—‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি’। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

এ সময় প্রতিমন্ত্রী জানান, সেবা সপ্তাহের আওতায় প্রতিদিন মাঠপর্যায়ের প্রতিটি সেবাকেন্দ্রে পরিবার পরিকল্পনার বিশেষ ক্যাম্পে গর্ভবতী মায়েদের চেকআপ ও ডেলিভারি সেবা দেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহও ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, এক দশকে দেশে মাতৃমৃত্যু হার ৪০ শতাংশ কমেছে। ২০১০ সালে দেশে দক্ষ প্রসবকর্মীর হার ছিল মাত্র ২৭ শতাংশ। আর বর্তমানে ওই হার বেড়ে ৫০ শতাংশে উন্নীত হয়েছে। এ উন্নতির ক্ষেত্রে ভূমিকা সরকারের পরিবার-পরিকল্পনা কর্মসূচির প্রায় ২৫ শতাংশ অবদান রয়েছে। আর দক্ষ প্রসবকর্মীর কারণে মাতৃমৃত্যু কমে গেছে।মন্তব্য