kalerkantho


সিলেটে পিটিয়ে কৃষক হত্যা

সিলেট অফিস   

২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরশাদ আলী (৩২) নামের এক কৃষককে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। নিহত এরশাদ আলী উপজেলার দক্ষিণ ঢালারপাড় গ্রামের রুসমত আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সকাল ৯টার দিকে বাড়ির সামনে নিজের সবজিক্ষেতে কাজ করছিলেন এরশাদ। এ সময় গ্রামের আজিম উদ্দিনের ছেলে কাসেম ও আমিনের সঙ্গে ক্ষেতে গরু ঢুকে পড়া নিয়ে বাগিবতণ্ডা হয় এরশাদের। একপর্যায়ে কাসেম ও আমিন কাঠ ও বাঁশের লাঠি দিয়ে এরশাদকে পেটাতে থাকেন। এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এরশাদ। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৮টায় তিনি মারা যান। কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সফিকুর রহমান খান জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।মন্তব্য